Sunday, August 7, 2022

সুখে থাকতে ভূতে কিলায়



এতদিন রাশিয়া ইউরোপের কাছে তেল গ্যাস বিক্রি করত বলে আমেরিকা বলত ইউরোপ রাশিয়ার কাছে জিম্মি হচ্ছে, অথচ রাশিয়ার তেল গ্যাসের উপর ভিত্তি করেই গড়ে উঠেছিল ইউরোপের উন্নয়ন। আমি ঠিক বুঝতে পারি না সেসব দেশের বাঘা বাঘা অর্থনীতিবিদরা কি এটা বুঝতেন না। বুঝলে কীভাবে সম্পর্ক এমন অবস্থায় নিয়ে আসা হল যে ইউরোপ আজ স্বাধীনতার পরিবর্তে আরও বেশি পরাধীন হল? এখন মানুষ কয় বার স্নান করবে আর কয় বার রান্না করবে সেটাও আর তাদের নিজেদের উপর নির্ভর করে না। একসময় এক সদ্য স্বাধীন সোভিয়েত রিপাবলিক সম্পর্কে বলা হত - এদেশ বিশ্বের সবচেয়ে স্বাধীন দেশ, কারণ বিশ্বের কোন কিছুই এর উপর নির্ভর করে না, এমনকি নিজের ভাগ্যও না। ইউরোপের এখন হয়েছে সেই দশা। একেই বলে সুখে থাকতে ভূতে কিলায়।

দুবনা, ০৭ আগস্ট ২০২২ 

No comments:

Post a Comment