Monday, August 15, 2022

স্বাধীনতা

আজ ১৫ আগস্ট। ভারত স্বাধীন হয়েছিল বৃটিশ শাসন থেকে কিন্তু একই সাথে পরাধীন হয়েছিল নতুন বাস্তবতার কাছে, নতুন সময়ের কাছে। শুধু ভারত নয় সমস্ত উপমহাদেশই এই বাস্তবতার কাছে বন্দী। আর এই বাস্তবতার মূলে আছে অবিশ্বাস, শত্রুতা আর পরস্পরকে না বোঝার আকাঙ্ক্ষা। হাজার বছর একসাথে বাস করার ইতিহাস অস্বীকার করার প্রবল ইচ্ছা। কিন্তু সমাধান রয়েছে ঠিক অন্য তীরে। 

আমার ভারতীয় বন্ধুদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

দুবনা, ১৫ আগস্ট ২০২২

No comments:

Post a Comment