আমার ফেসবুক বন্ধুরা, যারা বাংলাদেশে আছেন, দয়া করে গায়ে একটু চিমটি কেটে দেখুন এখনও বেঁচে আছেন নাকি বেহেশতে চলে গেছেন। যতদূর জানি বেহেশতে যাওয়া যায় মরণের পরে। মন্ত্রী যেহেতু বলেই ফেলেছেন তাই একটু সাবধান হওয়া ভালো। আর সেই সাথে বেহেশতের কিছু ছবি পাঠিয়েন যাতে ভেবে দেখতে পারি - ওখানে যাওয়ার দরকার আছে কিনা আদৌ।
দুবনা, ১২ আগস্ট ২০২২
No comments:
Post a Comment