বাসায় একগাদা কুকুর। বউকে কিছুতেই কনভিন্স করতে পারি না ওদের সংখ্যা একটু কমিয়ে আনতে। আমার তেমন সমস্যা নেই, তবে আশেপাশের লোকদের কথা ভেবে কষ্ট হয়। ওদের নিশ্চয়ই সকাল সন্ধ্যায় এতগুলো কুকুরের গলা সাধা ভালো লাগে না। আজ হঠাৎ করেই এক বুদ্ধি এলো মাথায়। ওদের গান শেখাব। তাহলে ওরা সবাই মিলে একসাথে গান গাইলেও কোন অসুবিধা হবে না, কেউ টেরই পাবে না যে এখানে একটা কুকুর নয়।
দুবনা, ২০ আগস্ট ২০২২
No comments:
Post a Comment