অনেকেই লিখছে আসি আসি করেও রোগ শেডিং আসছে না। তাই তারা টেনশনে আছে। কে জানে লোড শেডিং আবার ৫৭ ধারায় হাজতবাসী হল কি না। আমি বলি টেনশন না করে কিশোর কুমারের গান শুনুন
সে তো এলো না এলো না
কেন এলো না জানি না
হারালো কি আঁধারেতে
নিভে গেল দীপ তবু কেন এলো না
আসলে লোড সেডিং আসার ব্যাপারটাই গোলমেলে। ও কি বিড়াল চোখা যে অন্ধকারে আসবে?
দুবনা, ১৪ আগস্ট ২০২২
No comments:
Post a Comment