আজারভের (ইনুকভিচের প্রধানমন্ত্রী, সে সময় ইউক্রেনের অর্থনীতির প্রধান চালিকাশক্তি) সময়ে ইউক্রেনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৭-৮%। এক সময় পোল্যান্ডের অর্থনৈতিক প্রবৃদ্ধিও তেমনটাই ছিল। আর ঠিক তখনই এসব দেশে উগ্র জাতীয়তাবাদী আর মৌলবাদী শক্তির উত্থান ঘটেছে। আমাদের দেশেও বর্তমান অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে উত্থান ঘটছে মৌলবাদের। কারণ? মনে হয় অর্থনৈতিক উন্নয়নের সময় অধিকাংশ দেশ বিত্তের চোখ ধাঁধানো ঝলসানিতে এতটাই বুঁদ হয়ে থাকে যে শিক্ষা, সংস্কৃতি সব সমাজের অন্যান্য গুরুত্বপূর্ণ দিকে তেমন নজর দেয় না। ফলাফল - প্রায়ই দেশ হয় এদের জিম্মি, নষ্ট হয় সামাজিক স্থিতিশীলতা, ধ্বংস হয় দেশের ভিত। আমাদের এখনও সাবধান হবার সময় আছে।
দুবনা, ১১ আগস্ট ২০২২
No comments:
Post a Comment