Monday, August 29, 2022

সমস্যা

ভোলগায় স্নান করতে গিয়ে প্রায়ই মাছির উপদ্র সহ্য করতে হয়। বিকেলে ঘুরতে গেলে মশারাও কান ঝালাপালা করে তোলে বিভিন্ন দাবি দাওয়া পেশ করে। ওদের দাবি অবশ্য একটাই - বিজনের রক্ত চাই। অনেক সময় রেগে থাপ্পর মেরে দিই আর তারপর ব্যথায় অনেকক্ষণ উ আ করি আর ভাবি, মরে গিয়ে মশা মাছিরা বেশ বেঁচে গেল, কষ্ট পেতে হল না আর আমাকে ওদের থাপ্পরের ভাগ নিতে গিয়ে ব্যথায় কুঁকড়ে যেতে হচ্ছে।

মস্কো, ২৯ আগস্ট ২০২২

No comments:

Post a Comment