Friday, August 26, 2022

ছেলেমি মেয়েমি

ছোটবেলায় অনেক সময় পাড়ার বড় ছেলেরা বলতো ওদের ঘুসি মারতে। ওদের ধারণা ছিল যেহেতু বয়সে বড় তাই ওদের হাড্ডি অনেক পাকা। ব্যথাটা আমরা ছোটরাই পাব। তবে অনেক সময় উল্টোটাও ঘটতো। তখন ওরা আমাদের দোষ দিত ওদের ঘুসি দিয়েছি বলে। পশ্চিমা বিশ্ব রাশিয়ার উপর স্যাঙ্কশন আরোপ করেছে এদের অর্থনীতি ধ্বংস করতে। আর যখন নিজেদের অর্থনীতি ধ্বংসের মুখে তখন এসব পুতিনের স্যাঙ্কশন বলে রাশিয়াকে দোষারোপ করছে।

দুবনা, ২৬ আগস্ট ২০২২

No comments:

Post a Comment