Saturday, August 27, 2022

মহাবিশ্ব দোষী

পাঁচ বিলিয়ন আলোকবর্ষ দূরের কোন ব্ল্যাক হোল যদি একটা নক্ষত্র গ্রাস করে সেটাকেও আজ আপনি পুতিনের আগ্রাসন বলে চালিয়ে দিতে পারবেন। তাই চাইলে আপনি মনের সুখে বিভিন্ন বদামী করতে পারেন। এমন ঘাড় থাকতে আপনার আর ভাবনা কি? ও হ্যাঁ, ইতিমধ্যে মনে হয় বিজ্ঞানীরা একটা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। কি প্রশ্ন? বিগ ব্যাং-এর আগে কি ছিল। ঠিক ধরেছেন। এর আগে পুতিন ছিলেন। তিনিই বিং ব্যাং-এর জন্য দায়ী। যাকে বলে মহাবিশ্ব দোষী।


দুবনা, ২৭ আগস্ট ২০২২ 

No comments:

Post a Comment