আগে নাদুসনুদুস চেহারা ছিল সুস্বাস্থ্যের লক্ষণ এখন সেটা ওভার ওয়েট। প্লেনে যাতায়াতের পরিমাণ না বাড়লে সেটা আমরা বুঝতেই পারতাম না। অতিরিক্ত যে কোন কিছুই খারাপ। ওজন, টাকা এসবও তাই অতিরিক্ত থাকা ভালো না। অন্যভাবে না পেরে এখন রাশিয়াকে টাকার পাহাড়ে চাপা দিয়ে মারতে চাইছে পশ্চিমা মোড়লরা। আর তাইতো বাড়িয়েছে তেল গ্যাসের দাম নানা রকম নিষেধাজ্ঞা আরোপ করে। তাই যারা প্রশ্ন করে জ্বালানির মূল্যবৃদ্ধি কাদের স্বার্থে, জেনে নিন এটা গণতন্ত্রের স্বার্থে সাধারণ মানুষের অতি আবশ্যক ত্যাগ স্বীকার।
দুবনা, ০৬ আগস্ট ২০২২
No comments:
Post a Comment