রাশিয়ায় কয়েক দশক হল বিভিন্ন অফার দেয় অজানা নম্বর থেকে। এটা পুঁজিবাদের অবিচ্ছেদ্য অঙ্গ মনে হয়। যেমন বিনামূল্যে মেডিক্যাল চেক আপ, আইনি সহযোগিতা ইত্যাদি। আমি নিজে এসব এড়িয়ে চলি তবে খবরে দেখায় অনেকেই এদের কাছে গিয়ে ঠকে। আর যেহেতু ওরা ঠকানোর আগে বিভিন্ন চুক্তিতে সই করিয়ে নেয় তাই আদালতে গেলেও অনেক সময় জিততে পারে না। অবস্থা দৃষ্টে মনে হয় এরকম মুস্কিল আসানকারী আন্তর্জাতিক ধাপ্পাবাজ হচ্ছে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা। সে বিভিন্ন দেশের সমস্যা সমাধান করার জন্য সেখানে আইএমএফের মাধ্যমে ঋণ দেয়, সামরিক ঘাঁটি স্থাপন করে, লিজে অনেক অস্ত্র সরবরাহ করে। পরিণামে সে দেশ এদের কাছে এতটাই দায়বদ্ধ হয়ে পড়ে যে যে স্বাধীনতা আর নিরাপত্তার জন্য এত কিছু সেই স্বাধীনতা আর নিরাপত্তাই আমেরিকা নামক ব্যাংকের কাছে জিম্মি রাখতে হয়। এ এক ইন্টারেস্টিং ব্যাপার।
দুবনা, ০৭ আগস্ট ২০২
No comments:
Post a Comment