এখন ইউরোপে যেসব স্ট্যাচু ভাঙা হচ্ছে সে সবই ঐতিহাসিক গুরুত্ব বহন করে, সে সব একটা বিশেষ সময়ের সাক্ষী, তা থেকে শিক্ষা গ্রহণ করা যায়। এসব ভাঙা আসলে আলেক্সান্দ্রিয়া, নালন্দা ও পরে ফ্যাসিবাদীদের দ্বারা বই পোড়ানোর সমতুল্য। নব্বুইয়ের দশকে হঠাৎ করে বড়লোক হওয়া রুশদের বলা হত নব্য রুশ, এখন হঠাৎ করে মধ্যযুগে ফিরে যাওয়া ইউরোপীয় সভ্যতাকে হয়তো নব্য সভ্যতা বলে গণ্য করা যায়।
দুবনা, ২৭ আগস্ট ২০২২
No comments:
Post a Comment