Sunday, August 14, 2022

পিরামিড

ক্ষমতার পিড়ামিডে প্রতিটি উপরের ধাপের লোক নিজেকে নীচের ধাপের লোকের চেয়ে বেশি শক্তিশালী, ভাগ্যবান ও প্রয়োজনীয় মনে করে আর প্রায়ই ভুলে যায় যে তার উপরেও কেউ আছে আর প্রকৃত পক্ষে সে নিজেও উপরের ধাপের লোকদের দ্বারা শোষিত, অবহেলিত ও ঘৃণার পাত্র।

দুবনা, ১৪ আগস্ট ২০২২

No comments:

Post a Comment