Thursday, August 25, 2022

তত্তি


এখন আমি ছোট কুকুর নিয়ে খুব একটা বাইরে ঘুরতে যাই না। আগে যখন যেতাম বড় কুকুর দেখলেই ছোট তত্তির সে কি চিৎকার - যেন বলতে চাইত আয় একবার দেখি তোর কত সাহস। ওরা হেসে পাশ কাটিয়ে চলে যেত, তবে কেউ কেউ আবার বলত "চুপ কর!" তখন তত্তি লাফিয়ে আমার কোলে উঠে বসত। আমি তখন থেকেই জানতাম অন্যের বলে বলীয়ান তত্তিকে সময় মত শান্ত করতে না পারলে সবার কপালে কষ্ট আছে। আজকাল ইউরোপের ছোট ছোট দেশের নেতাদের লাফালাফি দেখলে আমার তত্তির কথা মনে পড়ে আর ভাবি আমেরিকার ভাগ্য ভালো যে সে অনেক দূরে, সরাসরি লড়াইয়ে নামতে হবে না। তবে এই ছোট দেশগুলোর সমস্যা ওরা এই সত্যটা বোঝে না যে মুখে যাই বলুক, যতই উস্কানি দিক, এদের জন্য মালিক আমেরিকা কখনই নিজের দেশ ও জনগণের অস্তিত্ব বিপন্ন করবে না।

দুবনা, ২৫ আগস্ট ২০২২ 




No comments:

Post a Comment