যদি ধারালো ছুরি দিয়ে তোমার মাথা কাটা হয় তবে তুমি তাড়াতাড়ি মরবে। ছুড়িটা ভোঁতা হলে মৃত্যু আসবে বেশ খানিকটা পরে তবে জীবন হবে অসহনীয় কষ্টের। ১২০ এর পরিবর্তে ১৪৫ টাকা বেতন আসলে ধারালো ছুরির পরিবর্তে ভোঁতা ছুরি মালিক নামক জল্লাদদের হাতে তুলে দেওয়া।
দুবনা, ২১ আগস্ট ২০২২
No comments:
Post a Comment