গৃহহীনদের জন্য সত্তর হাজার গৃহ তৈরি করা হবে মুজিব বর্ষে। এটা বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব ঘটনা। এজন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ পেতেই পারেন। তবে এর সাফল্য নির্ভর করবে সরকার দলীয় স্বার্থের উপরে উঠে এসব গৃহ সত্যিকারের গৃহহীনদের মধ্যে বণ্টন করতে পারবে কিনা আর সেই বন্টন ব্যবস্থা কতটুকু স্বচ্ছ হবে তার উপর। মনে রাখতে হবে প্রধানমন্ত্রীর তহবিল থেকে সেটা হলেও টাকাটা প্রকৃত পক্ষে রাষ্ট্রের মানে জনগণের। এই জনগণের অধিকার আছে নিজের ট্যাক্সের পয়সার হিস্যা চাওয়ার।
দুবনা, ২৮ জানুয়ারি ২০২১
No comments:
Post a Comment