যে জিনিসটা আজকাল খুব পীড়া দেয় তা হল সারা পৃথিবীতে রাজনীতির দলীয়করণ। বিরোধী দল যে রাজনৈতিক সংস্কৃতির একটি অপরিহার্য অংশ সেটা আমরা ভুলে যাচ্ছি। আমরা ভুলে যাই বর্তমান রাজনীতির সাফল্য বা ব্যর্থতার দীর্ঘদিনের রাজনৈতিক চর্চার ফল। তাই যখন দেখি সবাই অন্য দলের কাঁধে সব ব্যর্থতার বোঝা চাপিয়ে দিচ্ছে তখন এদের রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে সন্দেহ জাগে।
যারা সমস্ত ব্যর্থতার পোঁটলা পুঁটলি রাজনৈতিক বিপক্ষের ঘাড়ে চাপায় তারা আসলে রাজনীতির ঢেক এনড ব্যালেনস নষ্ট করে ভবিষ্যৎ একনায়কতন্ত্র বা গনতান্ত্রিক মনপলির জন্ম দিতে সাহায্য করেন। শুধুমাত্র বিজ্ঞান পড়লেই নয় তাকে সত্যিকার অর্থে ধারণ করে রাজনীতি না করলে এ ধরনের ত্রুটি এড়িয়ে চলা পারত পক্ষে অসম্ভব।
প্রায়ই চোখে পড়ে রাজনৈতিক দেউলিয়াপনা। তাৎক্ষণিক ফলের আশায় বৃহত্তর ছবি অনেকে বেমালুম ভুলে যায়। জন্ম নেয় বিশেষ ভাবে অজ্ঞ সব বিশেষজ্ঞ। নিজেদের বিজ্ঞানমনস্ক বললেও এরা আসলে অন্ধ রাজনৈতিক বিশ্বাসের পূজারী। আবেগতাড়িত এক দল গণতন্ত্র আততায়ী।
তালদম, ২১ জানুয়ারি ২০২১
No comments:
Post a Comment