গতরাতে আবার বরফ পড়ল। গাছে গাছে বরফের রূপালী চুম্বনের স্পর্শ। তাই ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম। আজ বনে। তুষার কন্যার ছবি তুলতে। আসলে শীতের বন চোখে না দেখলে এর সৌন্দর্য বোঝা যায় না। প্রায় সাদা কালো বিধায় এর ত্রিমাত্রিক রূপ ফুটিয়ে তোলা আরও কঠিন। তাই শীতের ছবি যতই তুলি, সব সময় এক ধরণের অতৃপ্তি থেকেই যায়। তবুও লোভ সামলাতে পারি না, বার বার বনে বা ভোলগার তীরে যাই, আবার আবার ছবি তুলি। এখানে অবশ্য ছবির সাথে কিছু ভিডিও আছে। লিংক তারিখের পরে
No comments:
Post a Comment