Tuesday, January 26, 2021

অভিমান

কী ফেসবুকে, কী ব্যক্তিগত আলোচনায় অনেককেই অভিযোগ করতে শুনি "সে আগে থেকে সিদ্ধান্ত নিয়ে শধু শুধু আমার মতামত জানতে চাইল আর সেটাকে গুরুত্ব না দিয়ে আমাকে ছোট করল।" আসলেই কি তাই? আমরাই তো বলি সিদ্ধান্ত নেবার আগে শত বার ভেবে দেখতে। যারা সমস্যার সমাধান চান আর এ নিয়ে সত্যি সত্যিই ভাবেন, তারা সিদ্ধান্ত নেবার আগে পর্যন্ত সন্দেহে ভুগেন, আবার যাচাই করতে চান। তাই শেষ মুহূর্তে যাদের বিশ্বাস করেন তাদের পরামর্শ চান। পরামর্শ ঠিক নয়, নিজের সমস্যা এমনকি অনেক সময় সম্ভাব্য সমাধানের কথা বলেন। গণিত আর পদার্থবিদ্যায় একটা কথা আছে যে যেকোনো সমস্যার সঠিক উপস্থাপন তার অর্ধেক সমাধান। তাই শেষ মুহূর্তে সে বন্ধুর কাছে যখন সমস্যা উপস্থাপন করে, সে আসলে নিজের কাছে পরিষ্কার হতে চায়, সে সমস্যাটা সঠিক ভাবে উপস্থাপন করছে কি না আর তার সমাধানের লাইন ঠিক কি না। তাই সে যদি আপনার উপদেশ গ্রহণ নাও করে, আপনার সাথে শেয়ার করার মধ্য দিয়ে সে আপনার সাহায্য নেয়। সেটা এমন কি আপনার দেওয়া সমাধানের চেয়েও সাইকলজিক্যালি অনেক বড় সমর্থন আপনার দিক থেকে। তাই মন খারাপ না করে আপনি যে আপনার বন্ধুর কাছে বিশ্বাসের জায়গাটা অর্জন করেছেন সে জন্য খুশি হন।


দুবনা, ২৬ জানুয়ারি ২০২১

No comments:

Post a Comment