যতদূর জানি সমাজতন্ত্র হল গিয়ে অর্থনৈতিক তত্ত্ব অর্থাৎ যাদের শ্রমে সম্পদ উৎপন্ন হয় সেই সম্পদে শ্রমিকের মালিকানা। কিন্তু সোভিয়েত ইউনিয়নে সমাজতান্ত্রিক বিপ্লবের পর থেকে সমাজতন্ত্রকে যতটা না পুঁজিবাদের তার চেয়েও বেশি করে গণতন্ত্রের প্রতিপক্ষ হিসেবে দেখানো হয়েছে। এর ফলে সোভিয়েত ইউনিয়নের ব্যর্থতা যতটা না সমাজতন্ত্রের অর্থনৈতিক ব্যর্থতা হিসেবে দেখা হয়েছে, তার চেয়ে বেশি করে একে দেখা হয়েছে সমাজতন্ত্রের রাজনৈতিক ব্যর্থতা হিসেবে। অথচ পুঁজিবাদী বিশ্ব গণতন্ত্রকে সাথী করে বার বার নিজের ব্যর্থতা থেকে বেরিয়ে এসেছে। সোভিয়েত ইউনিয়ন যদি পুঁজির সমাজতান্ত্রিক বণ্টন আর রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্রিক পদ্ধতি গ্রহণ করত তাহলে হয়তো এখনও মেহনতী মানুষের মনে আশা জাগিয়ে যেত।
দুবনা, ১১ জানুয়ারি ২০২১
No comments:
Post a Comment