Thursday, July 15, 2021

হাঁস পার্ক পাতাল

 

আমি দেশ সম্পর্কে খুব একটা জানি না, চট্টগ্রাম সম্পর্কে আরও কম। তবে বিভিন্ন পোস্ট থেকে বুঝতে পারি সিআরবি কোন উদ্যান বা বন যা চট্টগ্রামের ফুস্ফুস নামে পরিচিত। সেখানে নাকি হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতাল নিঃসন্দেহে দরকার, তবে হাসপাতাল মানুষ অসুস্থ হলে তাকে সুস্থ করে, বন বা প্রকৃতি মানুষ যাতে অসুস্থ না হয় সেই ব্যবস্থা করে। তাই আমাদের মত দেশে (এবং যেকোনো দেশেই) হাসপাতালের চেয়ে উদ্যানের গুরুত্ব কম তো নয়ই, অনেক ক্ষেত্রে বেশিই। তাই উদ্যান সরিয়ে হাসপাতাল নির্মাণ কোন মতেই সমস্যার সামাধান করবে না, বরং সেটাকে গভীর করবে। আর এজন্যেই পার্কের পরিবর্তে নয়, হাসপাতাল দরকার পার্কের পরিপূরক হিসেবে।

দুবনা, ১৫ জুলাই ২০২১

No comments:

Post a Comment