Tuesday, July 27, 2021

আজাইর‍্যা প্যাচাল

 


আজ আবার ভালদিয়ার সাথে দেখা। মনে হয় আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে।

শুনলাম পেঁয়াজ রসুন করোনা প্রতিরোধে খুব কার্যকরী। তুমি এটা বিশ্বাস কর?
পুরোপুরি না, তবে কিছু কিছু ক্ষেত্রে হেল্পফুল।
যেমন?
তুমি একা বা দু চারজন মানুষ যদি পেঁয়াজ রসুন খাও সেটা কিছুটা হলেও কাজে দেবে, কিন্তু সবাই খেলে কাজ দেবে বলে মনে হয় না।
কেন?
জানই তো করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। যদি তোমার মত দু চারজন পেঁয়াজ রসুন খেতে শুরু করে তাহলে সবাই তোমাদের এড়িয়ে চলবে। তাতে চাও না চাও সামাজিক দূরত্ব বজায় রাখতে পারবে। আর এটাই করোনা থেকে তোমাকে কিছুটা হলেও রক্ষা করবে। কিন্তু সবাই খেতে শুরু করলে সামাজিক দূরত্ব বজায় থাকবে না। তাই বলি কি এসব ধানাই পানাই বাদ দিয়ে ভ্যাকসিন নাও।

দুবনা, ২৮ জুলাই ২০২১

No comments:

Post a Comment