Thursday, July 29, 2021

ছবি

 

ঝুমন দাশের কান্নারত স্ত্রী আর সন্তানের বিস্ময়ে ভরা চোখ। এ ছবি দেখে কার কি মনে হয় আমি জানি না, তবে এতে আমি দেখি একাত্তরের কান্না আর মুক্তিযোদ্ধার বিস্ময়। পাকিস্তান আর বাংলাদেশের সামরিক শক্তি পারেনি, কিন্তু রাজনৈতিক শক্তি পারছে ইতিহাসের চাকা ঘুরিয়ে দিতে, দেশে কার্যত দ্বিজাতি তত্ত্ব কায়েম করতে। হ্যাঁ, আইন যখন বিভিন্ন গোষ্ঠী বা সম্প্রদায়ের জন্য বিভিন্ন ভাবে প্রয়োগ করা হয় - তখনই এসব তত্ত্ব জন্ম নেয়। এভাবেই ফ্যাসিবাদের উত্থান। কী উত্তরাধিকার আমরা রেখে যাচ্ছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য? প্রশ্ন করুন।

দুবনা, ২৯ জুলাই ২০২১

No comments:

Post a Comment