আজ অফিস থেকে ফিরছি, হঠাৎ এক পরিচিত লোকের সাথে দেখা। ও আমাদের ল্যাবেই কাজ করে। আমার ছবির সমঝদার। কাছে এসে বলল
- তুমি যে বেঁচে আছ তাতে আমি খুব খুশি।
বুঝলাম সে রতনের সাথে আমাকে গুলিয়ে ফেলেছে। আসলে অনেকেই আমাদের চেনে শুধু গায়ের রঙে, বাংলাদেশি পরিচয়ে। নাম জানলেও কে যে কে সেটা হয়তো জানে না।
আমারও এমন হয়। অনেককে চিনি নামে, কাউকে চেহারায় আর খুব কম লোককে একই সাথে এই দুটো দিয়ে। তাই কেউ মারা গেছে শুনলে কত লোকের মুখ যে চোখের সামনে ভাসে!
- সরকার মারা গেছে নিজের দোষে। যদি মে মাসের ওই গরমে কফি না খেত আর একটু প্রেসারের সমস্যা নিয়ে হাসপাতালে না যেত এভাবে বেঘোরে মরত না।
মনে মনে ভাবলাম এরকম লোকের সাথে দেখা হলে বেঁচে থাকাও সমস্যা, মরে যাওয়ায় সমস্যা। শান্তি নাই কোথাও!
দুবনা, ২৬ জুলাই ২০২১
No comments:
Post a Comment