Thursday, July 8, 2021

শিক্ষা

 

শিক্ষাই আলো। কথাটা কি বিনা বাক্যে মেনে নেওয়া যায়? একটা সময় ছিল যখন শিক্ষা সত্যিকার অর্থেই আলোর মুখ দেখাত। মানুষকে প্রশ্ন করতে শেখাত, জানাত তার চেনা জগতের বাইরেও এক বিশাল জগত আছে। সেই জগতকে জানার জন্য মানুষকে উৎসাহী করে তুলত। কিন্তু বর্তমানে যেখানে মুদি দোকানে রঙ বেরঙের মিঠাইয়ের মত হাজারটা শিক্ষা প্রতিষ্ঠান হরেক রকম শিক্ষা বিক্রি করছে আর গড়ে তুলছে সুশিক্ষিত, অশিক্ষিত, কুশিক্ষিত বিভিন্ন রকমের মানুষ সেখানে শিক্ষাই আলো বলাটা প্রশ্ন সাপেক্ষ।

দুবনা, ০৮ জুলাই ২০২১

No comments:

Post a Comment