বেশ কয়েক বছর আগে এক পরিচিত ভদ্রলোককে বলতে শুনেছিলাম, "মৃত্যুর পর যে পরিমাণ চাঁদা উঠিয়ে কারও লাশা দেশে পাঠানো হয়, জীবিত থাকা অবস্থায় যদি তার দশ ভাগের একভাগ সাহায্যও করা হত তাহলে সে হয়তো মারাই যেত না।" আমারও কেন যেন মনে হয় কেউ মারা যাওয়ার পর আমরা সবাই মিলে যেভাবে তার আত্মার শান্তি কামনা করি, জীবিত অবস্থায় যদি তাকে এর দশ ভাগের একভাগ শান্তিতেও থাকতে দিতাম তাহলে তাকে আর এতো অশান্তিতে মরতে হত না।
দুবনা, ০৮ জুলাই ২০২১
No comments:
Post a Comment