আজ মস্কো এলাম ইভানের সাথে। ও দুবনা থেকে মস্কো আসবে। কেউ চাইলে অল্প পয়সায় লিফট দেবে। বেশ মিশুক। জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছে। কসমোলজির প্রতি বেশ আগ্রহ। বিগ ব্যাং, সিঙ্গুলারিটি, ধর্ম, রাজনীতি, অন্য কোথাও প্রাণীর অস্তিত্বের সম্ভবনা ইত্যাদি অনেক বিষয়ে আলাপ হল।
আমি আগে গির্জায় যেতাম। এখন যাই না। এথেইস্ট। আপনি?
আমি এ নিয়ে ভাবি না। কারণ বিশ্বাস আর অবিশ্বাস দুটোই বিশ্বাস। অন্ধবিশ্বাস আর লজিক দু'টো ভিন্ন ক্যাটাগরি। তাই এ নিয়ে তর্ক সময়ের অপচয়।
সেটা অবশ্য ঠিক।
কোন কিছুতে অন্ধবিশ্বাসই ধর্ম আর প্রশ্ন করা বিজ্ঞান।
জ্ঞান কী?
এর অনেক সংজ্ঞা। তবে আজকে আলাপে আলাপে যেটা মনে হল সেটা এরকম - জ্ঞান হল সেই অন্তহীন ভাণ্ডার যা অজ্ঞতা সম্পর্কে আমাদের চোখ খুলে দেয় আর সঠিক প্রশ্ন করে নতুন নতুন সত্যকে জানার ক্ষমতা সৃষ্টি করে।
মস্কো, ১৪ নভেম্বর ২০২১
No comments:
Post a Comment