সকালে ঘুম ভাঙলো মনিকার ফোনে
পাপা তুমি বাসায়?
হুম। কি হয়েছে?
আমি মা'র জন্য কেকের অর্ডার দিয়েছি। কুরিয়ার দশ মিনিট পরে আসবে। নিয়ে নিও।
আচ্ছা।
গুলিয়াকে বলায় জিজ্ঞেস করল
কী ব্যাপার? হঠাৎ কেক?
আমি কোত্থেকে জানব?
গুলিয়া কুকুর নিয়ে চলে গেল ডাক্তার দেখাতে। আমি অপেক্ষায় রইলাম মনিকার ফোনের। কুকুরদের জন্য কলিং বেল অফ আমাদের বাসায়।
কেক এনে দেখলাম কিয়েভস্কি। গুলিয়ার পছন্দের। ভাবলাম এ কারণেই হয়তো পাঠিয়েছে।
আবার মনিকার ফোন
পেলে?
হুম।
আজ মা দিবস। তাই মা'কে পাঠালাম।
মা'কে বলেছিস?
মামা ক্লিনিকে। ফোন করেছিলাম।
কিছুক্ষণ পরে গুলিয়া বাসায় ফিরল।
মনিকা মা দিবসে কেক পাঠাল। তুমি কি দেবে?
বারে তুমি তো ওর মা। আমি এখানে কেন আসছি?
যাকগে তুমি আমার কাছে কিছু টাকা পাও ওখান থেকে দু হাজার কেটে রাখছি।
মস্কোর পথে, ২৮ নভেম্বর ২০২১
No comments:
Post a Comment