ছোটবেলার সেই রূপকথার গল্পটা মনে আছে যখন এক রাজ্য এক রাক্ষস এসে বাসা বাঁধে আর নিয়ম করে দেয় প্রতিদিন তার দুপুরের খাবারের জন্য একটি করে মানুষ পাঠানোর, অন্যথায় সে রাজ্য উজার করে ফেলবে?
অনেক সময় ইনবক্সে মেসেজ পাই এই ছবি বা এই লেখাটা শেয়ার না করলে অচিরেই আপনি প্রচণ্ড ক্ষতিগ্রস্থ হবেন।
অনেক লোকই তো ঠাকুর দেবতায় বিশ্বাস করে যত না ভালোবেসে তার চেয়ে ভয় থেকে।
আচ্ছা ভয় থেকে যারা বিশ্বাস করে তাদের কি কখনও গল্পের সেই রাক্ষসের কথা মনে হয় না?
হয়তো হয়। কেননা আজ যে নেতাকে ঈশ্বরের মত কেউ ভক্তি করে, যার ভয়ে কাঁপে - সেই নেতার দুর্দিনে তারাই তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, তাকে রক্তপিপাসু জানোয়ার বলতেও দ্বিধা করে না।
দুবনা, ১৬ নভেম্বর ২০২১
No comments:
Post a Comment