Monday, November 15, 2021

অবাক কান্ড


আজ ইলেকট্রোডাইনামিক্স ক্লাসের শেষে ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করলাম
- তোমরা বুঝলে কিছু?
- সব বুঝেছি। - একসাথে বলে উঠল সবাই।
- মালাদৎসি। সাবাস।- বললাম আমি আর সেই সাথে যোগ করলাম - ১৯৮৬ সালে আমি এই সাবজেক্ট পড়তে শুরু করি। এখনও পড়ি, পড়াই। কিন্তু প্রায়ই মনে হয় কত কিছুই যে বোঝা হয়নি। 
ওরা অবাক হয়ে আমার দিকে তাকাল। 
আসলে ছাত্র জীবনে আমিও এমনটাই ছিলাম। বোঝা তখন বোঝা ছিল না। মনে হত পরীক্ষায় পাশের মত জানা হলেই হল। এখন পরীক্ষা নেই। ঠিক নেই যে তা নয়। এখন পরীক্ষার প্রশ্নকারী, উত্তরদাতা, পর্যবেক্ষক সবই আমি আর তাই এই পরীক্ষায় পাশ করা অনেক কঠিন। অজানার দুয়ার খুলে গেলে সবকিছুই কেমন যেন গোল পাকিয়ে যায়।

মস্কো, ১৫ নভেম্বর ২০২১

No comments:

Post a Comment