Wednesday, November 3, 2021

প্রশ্ন

রুশরা বলে বিজয়ের বহু পিতা কিন্তু পরাজয় সব সময়ই এতিম। আমাদের দেশে সেটা কতটুকু সত্য তা বলা কষ্ট। ১৯৫২ থেকে ১৯৭১ পর্যন্ত ইতিহাসের বর্ণনা শুনলে মনে হতে পারে সাধারণ মানুষও তো দূরের কথা এমনকি চার জাতীয় নেতাও একাত্তরের বিজয়ের পিতা হতে পারেননি। আজ তাদের প্রয়াণ দিবস। কিন্তু ৩ নভেম্বর তো এক দিনে ঘটেনি। এর পেছনে আছে বিশাল ইতিহাস। অনেক গৌরব গাঁথা আর অনেক অবিশ্বাসের ইতিহাস, মান অভিমানের ইতিহাস। জাতি কি সেসব কথা কোন দিন জানতে পারবে? 

 দুবনা, ০৩ নভেম্বর ২০২১

No comments:

Post a Comment