Monday, November 1, 2021

সময় যখন কাল


গণিতে বা পদার্থ বিজ্ঞানে সমস্যার ধর্ম দেখে আমরা বিভিন্ন আক্সিওমা গ্রহন করি। ক্ল্যাসিক্যাল মেকানিক্সে যেটা কাজ করে কোয়ান্টাম মেকানিক্সে কাজ করে না। আমাদের জানার পরিধি বাড়ার সাথে সাথে আসে এসব নতুন তত্ত্ব। জীবনেও তাই। প্রতিনিয়ত পরিবর্তনশীল জীবনে আমরা যদি পরিবেশ পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে নিজেদের দৃষ্টিভঙ্গি বদলাতে না পারি তবে সমস্যা অনিবার্য। দশ বছরের বাচ্চাকে যেমন দু বছরের শিশুর পোশাক পরানো যায় না, আধুনিক মানুষকে (শুধু বর্তমান সময়ে বাঁচার কারণেই সে বেশ কিছু গুণাবলী সঙ্গে নিয়ে আসে) হাজার বছরের পুরোনো আইডিয়া দিয়ে চালানো সম্ভব নয়। সময়ের সাথে পরিবর্তিত হতে না পারলে কোন আইডিয়াই নিজেকে বাঁচিয়ে রাখতে পারে না।

দুবনা, ০২ নভেম্বর ২০২১

No comments:

Post a Comment