তুমি যদি মাটি দিয়ে বিশাল উঁচু এক পাহাড় গড়তে চাও তাহলে আশেপাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন গভীরতার পুকুর ডোবা এসব কাটতে হবে। একই ভাবে রাষ্ট্র যখন কিছু লোককে সম্পদের পাহাড় গড়তে দেয় তাকে তখন এক বিশাল জনতাকে গরীব করে রাখতে হয়। দোষটা রাষ্ট্রের নয়, নিত্যতার সূত্র নামক প্রকৃতির নিয়মের।
দুবনা, ০৬ নভেম্বর ২০২১
No comments:
Post a Comment