সমস্যা যতটা না সমস্যায় তার চেয়ে বেশি সমাধানে। কারণ সমস্যা এক দল মানুষের আর তার সমাধান দেয় অন্য আরেক দল মানুষ। অনেক ক্ষেত্রেই যারা সমাধান দেয় তারা সমস্যাটাই বোঝে না। অনেক সময় এই সমাধান দেওয়া হয় যতটা না ভুক্তভোগী মানুষের কথা ভেবে, তার চেয়ে বেশি নিজেদের আর্থ-সামাজিক ও রাজনৈতিক লাভ লোকসানের হিসেব থেকে। ফলে সমাধান হয় বাইরে থেকে চাপিয়ে দেওয়া, অসামঞ্জস্যপূর্ণ। আর এ কারণেই কোন সমস্যার সমাধান তো হয়ই না বরং তা দিন দিন বেড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
দুবনা, ০৩ নভেম্বর ২০২১
No comments:
Post a Comment