কী বৃটিশ আমলে কী পাকিস্তান আমলে - এ দেশের রাজনীতিতে ছাত্র সমাজ বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পঁচাত্তরের পট পরিবর্তনের পর ছাত্র রাজনীতি ভিন্ন পথে চলে। জেনারেলদের ইশারায় এখানে আসে অঢেল অর্থ আর ছাত্র রাজনীতি হয় অর্থহীন। এমনকি আওয়ামী লীগ সরকারের আমলেও ছাত্র রাজনীতিকে সুস্থ করার কোন ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আর এ কারণেই সংসদে রাজনীতিবিদদের স্থান দখল করে ব্যবসায়ী। জিয়া থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী - এরা কেউই ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে জানা যায় না। এ কারণেই কি এরা রাজনৈতিক ধারাবাহিকতা রক্ষায় ছাত্র রাজনীতির গুরুত্ব বোঝেন না? স্মরণ করা যেতে পারে স্বাধীনতার পরেও বঙ্গবন্ধু সেটা বুঝতেন আর তাই এমনকি ছাত্র ইউনিয়নের সম্মেলনে পর্যন্ত উপস্থিত ছিলেন।
দুবনা, ০২ নভেম্বর ২০২১
No comments:
Post a Comment