Thursday, November 18, 2021

প্রশ্ন

 

ভারত বিভাগের সময় আমাদের দেশের সাধারণ মুসলিম জনতাকে ধর্মের পাশাপাশি তাদের উপর হিন্দু জমিদারদের অত্যাচারের কথা বলেও পাকিস্তানের পক্ষে আনা হয়েছে। ধর্মের পাশাপাশি বলা হয়েছে শোষণের কথা। কিন্তু বাস্তবে আমরা দেখি শোষক শোষণ করার সময় ধর্ম দেখে না। শোষিতের কোন ধর্ম নেই যেমন নেই শোষকের। তাই প্রায়ই প্রশ্ন জাগে যখন সেই মানুষকেই শোষণের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য শোষকের বিরুদ্ধে লড়তে বলা হয় তারা তখন সেভাবে মাঠে নামে না কেন? তাহলে কি বুঝতে হবে ধর্মের নাম না নিয়ে মানুষকে তাঁর অধিকার আদায়ের আন্দোলনে শামিল করা যাবে না।

দুবনা, ১৮ নভেম্বর ২০২১

No comments:

Post a Comment