Monday, May 9, 2022

কবিতা

মমতা ব্যানার্জির কবিতা শুনছিলাম। প্রচন্ড রকম নিগূঢ় অর্থপূর্ণ সব কবিতা। কোয়ান্টাম অনিশ্চয়তার সূত্র দিয়ে ভরা। ভয় হচ্ছে এখন সবার সব লেখা, সব কাজ সম্পর্কে সবাই বলবে ওটা তো মমতা ব্যানার্জির কবিতাতেই লেখা আছে।

দুবনা, ১০ মে ২০২২

No comments:

Post a Comment