বাজার অর্থনীতিই যখন সব কিছুর নিয়ামক তাই সংসদ সদস্য পদ, মন্ত্রীত্ব এসব যে বাজার দরে কেনা বেচা হবে তাতে অবাক হবার কী আছে? আগে বিক্রি হত জনপ্রিয়তায়, এখন ধর্ম, বর্ণ, লিঙ্গ, সেক্সুয়াল অরিয়েন্টেশন, পার্টি তহবিলে চাঁদা এসবের বিনিময়ে হয়। ফর্ম বদলে গেছে যদিও কন্টেন্ট ঠিক আগের মতই আছে। আর এটা এখন উপমহাদেশ থেকে ইউরোপ আমেরিকার দেশে দেশে ছড়িয়ে পড়েছে।
মস্কো, ২২ মে ২০২২
No comments:
Post a Comment