Saturday, May 28, 2022

চেতনা

শুনেছেন, ২০০০ বীর মুক্তিযোদ্ধার বয়স ৫০ বছর। বাংলাদেশের বয়সও ৫০ বছর। এটা কী করে হয়?
না হবার কী আছে? একাত্তরে চারিদিকে যখন মৃত্যুর তাণ্ডব নাচ চলছে তখন জন্ম নেয়াই তো অসীম সাহসের কাজ। মৃত্যুকে কাঁচকলা দেখিয়ে সাহসের সাথে জন্ম নেয়া এসব বীরেরা যদি আজ মুক্তিযোদ্ধার সনদ দাবি করে তাতে অবাক হবার কিছু নেই। দেখবেন ক'দিন পরে অনেক বাবা মা যারা একাত্তরে সন্তান জন্ম দিতে পারেনি তারা তাদের সেই অনাগত সন্তানকে শহীদ মুক্তিযোদ্ধার খাতায় নাম লেখাতে তৎপর হয়ে উঠেছে।

দুবনা, ২৯ মে ২০২২

No comments:

Post a Comment