Saturday, May 14, 2022

ভ্রাতৃদ্বয়

একটা মুখ আর দু'টো কান থাকার পরেও মানুষ কেন বেশি কথা বলে আর কম কথা শোনে? 
মুখ মনে করে দু'টো কান দিয়ে প্রকৃতি মুখের প্রতি অবিচার করেছে। আর এই অবিচারের প্রতিবাদেই সে এত বেশি কথা বলে। কিন্তু কান ভ্রাতৃদ্বয় বিজ্ঞ রাজনীতিবিদদের মত কানে না শোনার ভান করে এসব প্রতিবাদ এড়িয়ে যায়। 

দুবনা, ১৪ মে ২০২২

No comments:

Post a Comment