Friday, May 20, 2022

সম্পর্ক

শুনলাম মদ খেয়ে কক্সবাজারে তিন জন মারা গেছে। এছাড়া প্রায়ই ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্যের খবর দেখি। আগে যে মাদক ছিল না তা নয়, তবে ইদানীং তার প্রকোপ বেড়েছে বলেই মনে হচ্ছে। হ্যাঁ, সেই সাথে বেড়েছে ধর্মীয় উন্মাদনা। বাড়ছে প্রায় আনুপাতিক হারেই। তাই জানতে ইচ্ছে করছে এ দুটো ঘটনা কি পরস্পর সম্পর্কিত নাকি প্রায় সবকিছুর মতই এরাও বিচ্ছিন্ন ঘটনা?

দুবনা, ২০ মে ২০২২

No comments:

Post a Comment