ইউক্রেন চেয়েছিল ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকে ওদের মত ধনী হতে, সাধারণ মানুষের জীবন যাত্রার মান উন্নত করতে। এখন মনে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো স্যাঙ্কশনের রাজনীতি করে নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মেরে গরীব হয়ে যাচ্ছে, যেভাবে পার সেভাবে ইকনমি করে জনগণের জীবনযাত্রার মান নীচে নামিয়ে আনতে চাইছে। এভাবেই তারা ইউক্রেনের খায়েশ মেটাতে ব্যস্ত। সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব বলে কথা - সে গরীবেরই হোক আর ধনীরই হোক।
দুবনা, ১৪ মে ২০২২
No comments:
Post a Comment