মাঝে মাঝে ঝড়কে বেশ কাজের লোক বলেই মনে হয়। আলাদীনের প্রদীপের দৈত্যের মত হুট করে হাজির। এক মুহূর্তে সব জঞ্জাল উড়িয়ে নিয়ে যায়। আর গাছে আম থাকলে সেগুলো পেরে গৃহস্থের হাতে তুলে দেয়। আর সব করে বিনে পয়সায়, একান্ত আন্তরিকতার সাথে। ঝড়কে ভালবাসুন, ঝড়ের শ্রমের মর্যাদা দিন।
দুবনা, ২৭ মে ২০২২
No comments:
Post a Comment