Monday, May 9, 2022

রান্না

বৌ জিজ্ঞেস করল আমি কি রান্না করছি।
এখনও জানি না, নাম ঠিক করিনি।
ইনগ্রেডিয়েন্টটা কি শুনি?
ভেড়ার চর্বি, চাল, গাজর, শিম, কুমড়া, বরবটি, আপেল আর মশলা এই সব আর কি।
এসব ভেজে যখন তাতে গরম জল দিতে গেছি ভাবলাম চা দিলে কেমন হয়। পরে মনে হল একদিনে এত এক্সপেরিমেন্ট ভালো নয়। ওটা নেক্সট টাইমের জন্য রেখে দিলাম। 
ও হ্যা, বলতে ভুলে গেছি। দুপুরে ওয়াইনের সাথে খাবারটা খারাপ লাগেনি যদিও রাতে বৌ বলল ফিগন্যা।

দুবনা, ০৯ মে ২০২২


No comments:

Post a Comment