সব দেখে মনে হয় মুক্তিযোদ্ধা সনদপত্র লেটেস্ট মডেলের আইফোন - কাজে লাগুক আর নাই লাগুক কেনা চাই ই চাই। আর এ থেকে আপাত দৃষ্টিতে বুদ্ধিমান মানুষও বাদ যায় না। আজ সকালেই আট বছর বয়সের এক মুক্তিযোদ্ধার গল্প শুনলাম। আমি নিজেও তখন কাঠের বন্দুক ও পাটখরির তীর ধনুক দিয়ে মুক্তিযুদ্ধ খেলতাম। ২৬ মার্চের পরে ঢাকা থেকে পালিয়ে আসা মানুষদের তরা ঘাঁটে খাদ্য ও পানীয় দিয়ে সাহায্য করেছি। দাঁড়িয়ে পরব নাকি লাইনে?
মস্কো, ৩১ মে ২০২২
No comments:
Post a Comment