Thursday, May 19, 2022

পদ্মায় কত জল

বেগম খালেদা জিয়া ও ডঃ ইউনুসকে নিয়ে পদ্মা সেতু সম্পর্কিত শেখ হাসিনার মন্তব্যে ফেসবুকে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটাকে শেখ হাসিনার শক্তির পারিচায়ক বলে মনে করছে, কেউ এই মন্তব্যে হতাশা প্রকাশ করছে। কোন প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেছেন সেটা জানা নেই। কারণ অনেক সময় প্রোভোকেটিভ প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেকেই এ রকম মন্তব্য করেন। সেক্ষেত্রে এক ধরণের প্রতিক্রিয়া হয়। আবার যদি কেউ কোন রকম প্রোভোকেশন ছাড়াই এমন মন্তব্য করেন তার প্রতিক্রিয়া হবে একেবারেই ভিন্ন। তবে এদের পদ্মার জলে চুবিয়ে দেশ বা জাতি বা কার কি উপকার হবে সেটা আমার জানা নেই। হয়তো শেখ হাসিনা সহ কিছু লোক সাময়িক সন্তুষ্টি পাবেন। আর তার চেয়েও বড় কথা এটা শুধু কথার কথা, এটা কখনই ঘটবে না। আমার ধারণা এ সবের পরিবর্তে শেখ হাসিনা যদি এ দু'জনকে পদ্মা সেতুর উদ্বোধনের পরে সেখানে বৈকালিক ভ্রমণের আহ্বান জানাতেন সেটা হত একজন সত্যিকার রাষ্ট্রনায়কের কাজ। সেট আমাদের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে কিছুটা হলেও হালকা করত।


দুবনা, ১৯ মে ২০২২




No comments:

Post a Comment