Thursday, May 5, 2022

বিশ্ব ব্রাহ্মণ

বিশ্ব রাজনীতিতে আমেরিকা ইংল্যান্ড হল কুলীন ব্রাহ্মণ। এদের সাথে চলা বারণ পাছে আপনার ছায়া ওদের গায়ে পড়ে। পিছনে চলতে হবে ক্রীতদাসের মত সব অধিকার বিসর্জন দিয়ে। সামনে চলবেন? আপনার সাহস তো কম নয়? ওরা কিছু বলার আগেই হাজার রকমের মানবাধিকার কর্মী তাদের দেবতুল্য রাজাধিরাজদের রক্ষায় কোমড়ে গামছা বেঁধে আপনার পেছনে লাগবে। মুক্তচিন্তার দাবিদার এই মানুষগুলো তথাকথিত নিও লিবারেলিজমের মধ্যযুগীয় ক্রীতদাস সেজে আপনাকে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর দালাল বানিয়ে ছাড়বে। 

দুবনা, ০৬ মে ২০২২

No comments:

Post a Comment