বিভিন্ন প্রাচীন গ্রন্থে মানুষকে গাছ লাগানোর উপদেশ দেয়া হত যে গাছ ফলের পাশাপাশি পাখিদের দেবে আশ্রয় বা পথিককে দেবে ছায়া। ছাদের গাছ শুধু তার মনিবকেই ফল দেয়। পাখির আশ্রয় হয় না, ছায়া দেয় না পথিককে। তাহলে কি তার বৃক্ষজীবন ব্যর্থ নাকি সেও মানুষের মত স্বার্থপর হয়ে গেছে?
দুবনা, ২০ মে ২০২২
No comments:
Post a Comment