Saturday, May 7, 2022

গরীব মন্ত্রী গরীবের মন্ত্রী নয়

শুনলাম বিনা টিকেটে এসি কামরায় ভ্রমণের জন্য রেলমন্ত্রীর তিন আত্মীয়কে জরিমানা করায় চেকার বহিষ্কৃত। এই খবর না পড়লে জানাই হত না যে আমাদের মন্ত্রীরা এত গরীব। আত্মীয়দের জরিমানা নয় তাদের হাতে ভিক্ষার ঝুলি ধরিয়ে দেয়া উচিৎ ছিল চেকারের। 

দুবনা, ০৭ মে ২০২২

No comments:

Post a Comment