পদ্মা সেতুর উদ্বোধনের দিন যতই এগিয়ে আসছে এর নামকরণ নিয়ে উত্তেজনা ততই বাড়ছে। বিভিন্ন নাম আসছে। সব নামই যোগ্য তবে রাজনীতি বহির্ভূত নয়। অথচ যে নামটা সবার মুখে মুখে সেটার দিকে কেউ তাকিয়েও দেখছে না। আমার ছোটবেলায় আমাদের গ্রামে সেই সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় সড়ক সেতু তৈরি হয়। তখন কেউ কোন ব্যক্তির নামে এর নামকরণ করার কথা ভাবেনি। নাম রেখেছে কালীগঙ্গা সড়ক সেতু, যদিও ব্রীজ তৈরির আগে থেকে এখনও পর্যন্ত এটা তরার ব্রীজ নামেই সমধিক পরিচিত। একথা মাথায় রেখে পদ্মা নদীর উপরে নির্মীয়মাণ সেতুর নাম পদ্মা সেতু রাখলেই মনে হয় নাম বিভ্রাট এড়ানো যায়।
দুবনা, ২১ মে ২০২২
No comments:
Post a Comment